‘আস্থা থাকুক বন্ধুত্বে’ এই স্লোগানে গত ৩ জানুয়ারি এসএসসি ৯২ ব্যাচের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও প্রয়াত বন্ধুদের আত্মার শান্তি কামনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ৯২ ব্যাচের এডমিন আবদুল্লাহ আল মামুন দেশ-বিদেশের সকল বন্ধুদের শুভেচ্ছা জানান। এরপর উপস্থিত সকল বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা/উপজেলায় সদ্য দায়িত্ব দেওয়া সমন্বয়ক বন্ধুদেরকে ব্যাচ প্রদান করা হয়। রাতে নৈশভোজ শেষে র্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন হারুন অর রশীদ, জয়নাল আবেদীন মানিক, আবদুল হামিদ নয়ন, রঞ্জন দাশ, মঈনুল, আনোয়ার হোসাইন, মাহফুজ চৌধুরী, কাঞ্চন, সারজু মোহাম্মদ নাছের, মোস্তফা চৌধুরী, নাজমুল হুদা শিমু, কায়ছার, নাজু ওমর, নাসরিন, হাবিব উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।