৩৪ বছর পর আবার একসঙ্গে। চুলে পাক ধরা, বয়সের ভার কাঁধে। তবুও চোখে স্কুলজীবনের চেনা উচ্ছ্বাস। বন্ধুত্ব যে সময়ের কাছে হার মানে না তারই জীবন্ত প্রমাণ হয়ে থাকল এসএসসি ৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।
চট্টগ্রামের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই ক্লাবের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন গত শনিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় সদস্যদের আগমন, গিফট ও কূপন সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। প্রয়াত বন্ধুদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন, মোনাজাত ও নীরবতা পালন করা হয়। এরপর স্বেচ্ছাসেবক প্যানেল ও উপদেষ্টা পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে শুরু হয় বন্ধুদের স্মৃতিচারণ পর্ব। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন পারভেজ, বিশ্বজিৎ, শেখ মো. শহিদুজ্জামান ও লিংকন। সুজন দেবের কন্যা অনন্যা দেব প্রাচীরের একক নৃত্য পরিবেশনার পর সংগীত পরিবেশন করেন ফাতেমা জোহরা, ফেন্সি, মৌসুমী ও নিপু।
বিকালে ছিল রত্নার বিশেষ পারফরম্যান্স, ওসমানের একক গান ও অতিথি বন্ধু হাসান ফারুকের বক্তব্য। ঢাকা থেকে আগত এসএসসি ৯১ ব্যাচের শিল্পী উত্তম, হিমেল, সুজন, আসাদ, লিটনসহ অনেকে গানের মায়াজাল ছড়ান। জুনি চাকমার ডুয়েট পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। ছিল পাহাড়ি নৃত্য, একক সংগীত ও বান্ধবীদের বিশেষ পরিবেশনা। ঢাকার বন্ধু সোনিয়া ববির পারফরম্যান্স, অতিথি শিল্পী সুইটি ও পপির গান মুগ্ধ করে সবাইকে।
বর্ষপূর্তি আয়োজনে সাড়ে ৮শ বন্ধু রেজিস্ট্রেশন করেন। প্রায় সকলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাখাওয়াত হোসেন ও সাজ্জাদুল ইসলাম চৌধুরী। তত্ত্বাবধানে ছিলেন গোফরান উদ্দিন, নুরউদ্দিন, মোহাম্মদ ইকবাল, শহীদুল ইসলাম, মঈনুল ইসলাম, ইদ্রিস মিয়া, জাহানারা বেবী, সুজন দেব, শামসুন্নাহার, সাখাওয়াত সাজিদ, শহীদুল ইসলাম সাজ্জাদ, রাশেদ মীর, মোহাম্মদ নুরুল আবছার, সৈয়দ মোহাম্মদ খালেদ, রাজেশ চক্রবর্তী, মোহাম্মদ আনোয়ার, মঈনুল আহসান আলী, আহসান জামান, শারমিন সুলতানা, তানজিনা তৃষা, রোজিনা রোজী, এড. দিলরুবা লিজা, এড. কানিজ কাউসার রীমা, শিমু চৌধুরী, মোহাম্মদ ফারুক, নোমান সোহেল, মফিজ উল্লাহ, পলাশ বড়ুয়া, আরিফ উল ইসলা, ডা. মঈনুদ্দীন ইলিয়াস, ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী কাকলি। রাতে র্যাফেল ড্র এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












