নগরীর লাভলেইনে স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৮৫ ব্যাচ, চট্টগ্রামের মিলনমেলা। ‘সাগরের বিশালতায় চলো ফিরি কৈশোরে’ শীর্ষক ম্লোগানকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলনমেলায় সারা দেশ থেকে ৫ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সকাল ১১টায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় মধ্যহ্নভোজ শেষে বিকাল ৩টায় স্মরণিকা প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এরপর একটি নৃত্যদল উদ্বোধনী নৃত্য পরিবেশন করার পর মিলনমেলার আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। বিচিত্রা সেন ও সামশুল কবির লিটনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সদস্য সচিব জসিম উদ্দিন, শামীমা ফেরদৌস মিলি, আলমগীর কবির ও অন্যান্যরা। আলোচনা শেষে নাচে-গানে মুগ্ধতা ছড়ায় মিলনমেলা। প্রেস বিজ্ঞপ্তি।