এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী চট্টগ্রামের স্কুল প্রতিনিধি নিয়ে ১৮ অক্টোবর এক মতবিনিময় সভা নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাঁশখালীর বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থেকে এসএসসি ব্যাচ’৯৫ এর পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করে। সভায় প্রতিনিধিগণ জানায়, এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, একটি সুহৃদ সংগঠন। এ সংগঠনের মাধ্যামে শিক্ষা বিষয়ক কর্মসূচি, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেন। সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করার লক্ষে উপস্থিত প্রতিনিধিগণের মতামতের ভিত্তিতে এরশাদ হোছাইন চৌধুরী (বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়) সভাপতি এবং নুরুল মুহাম্মদ কাদের (গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল (কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়), করিমুন্নেছা বাপ্পী, (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়) ও শাহাদাত হোসেন (বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়) সহ–সভাপতি, বাবুল কুমার বড়ুয়া, (বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়) মো: সেলিম (কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়) রতন আচার্য্য (নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়) ফয়জুন্নেছা মিলি (বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়) সহ–সাধারণ সম্পাদক, আবদুল গোফরান, (সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়) অর্থ সম্পাদক, মোঃ সায়েফ উদ্দিন, (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।












