এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সংগঠনের চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগের ২০২৫–২০২৭ দ্বি–বার্ষিক নির্বাচন বিগত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চট্টগ্রাম জেলা ও বিভাগের বন্ধুদের উপস্থিতির মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি পদে বন্ধু আজহারুল ইসলাম চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক পদে কামরুল হুদা চৌধুরী, অর্থ সম্পাদক পদে লায়ন আবু রায়হান সাবু, সাংগঠনিক সম্পাদক পদে মো: নুরুল আবছার, দপ্তর সম্পাদক পদে খুরশীদ আমীন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সভাপতি পদে বন্ধু মো: জাহাঙ্গীর আলম ও জেনারেল সেক্রেটারি পদে বন্ধু মো: সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বন্ধু আবদুল কাদের গাজী, সাংগঠনিক সম্পাদক পদে বন্ধু দিলীপ কুমার সুশীল ও দপ্তর সম্পাদক পদে বন্ধু নাসিম হায়দারের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন কর্তৃক তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
৭ সেপ্টেম্বরের নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি ১০ সেপ্টেম্বর ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ও ৬১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করেন। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় খুলশীস্থ মেগা কনভেনশন হলে নব–নির্বাচিত কমিটির এক অভিষেক উদযাপন করা হয়। অভিষেক অনুষ্ঠানে এসএসসি ১৯৮৬ ব্যাচের ফাউন্ডার প্রেসিডেন্ট আশরাফুল হক সোহেল ও দেশজুড়ে ৮৬ টিমের গুরুত্বপূর্ণ ১৮ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির জেনারেল সেক্রেটারি মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজহারুল ইসলাম চৌধুরী বাচ্চু।
আরো বক্তব্য রাখেন প্রধান এডমিন আশরাফুল হক সোহেল, সাইফুল ইসলাম হেলালী, মিজান, মাহফুজ ফেরদৌসী, জামাল উদ্দিন চৌধুরী, আলী রেজা, কামরুল হুদা চৌধুরী, জাফর আহমেদ চৌধুরী, দিলীপ সুশীল, আয়ুব খান, লায়ন মনির, লায়ন কাজী মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, আবদুল্লাহ আল হুসাইন, মো: মনির উদ্দিন চৌধুরী, নাজনিন আক্তার মুন্নি, সালমা পারভিন, ইসমত আরা, রুবিনা, মিতা চক্রবর্তী, গীতা আচার্য, রোজিনা আক্তার মুক্তা, শাহীন সুলতানা, শাহেদা আহমেদ, আব্বাস উদ্দিন, রানু, মুসলিম, কামাল উদ্দিন, মুন্না, জসিম, শহীদ ভূঁইয়া, বোরহান, সিরাজুল মোস্তফা আজাদ, ইউনুস চৌধুরী, ইকবাল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, রিটন দাস, ইকবাল, বাকাউল্যাহ চৌধুরী ইরান, শেখ শাহজাহান, নিজামউদ্দিন, তানভীর রশিদ আবির, ফরিদ উদ্দিন, শফিউল আজম, হেলাল উদ্দিন, ফজলুল হক, মুজিবুল হক, ভবতোষ দেওয়ান, ফজলুল মোর্শেদ তপন, মফিজুর রহমান, সাইফুদ্দিন মোহাম্মদ বাবর ও জাহাঙ্গীর কবির চৌধুরী জিকুসহ আরো অনেকে। অনুষ্ঠানে শিল্পী গীতা আচার্য, নিজাম উদ্দিন, সালমা পারভিন, ইসমত আরা, জামাল চৌধুরী, শিল্পী সিঙ্গার দিদার ও মাসুদ রানা সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।