এসএসসি পরীক্ষা পুনঃনিরীক্ষণে ২০৬০ জনের ফল পরিবর্তিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

ফেল করা থেকে একজন জিপিএ৫ প্রাপ্তিসহ মোট ৮৭১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। মার্কস বেড়েছে ২০৬০ জনের। চলতি বছরের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে উপরোক্ত তথ্য পাওয়া গেছে।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২৮ হাজার ৩৫১জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এতে মোট ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়। খাতা পুনঃনিরীক্ষণের পর গতকাল ফলাফল প্রকাশ করা হয়। এতে একজন শিক্ষার্থী ফেল করা থেকে জিপিএ৫ পেয়ে পাশ করেছে। ফেল থেকে মোট ১০২জন শিক্ষার্থী পাশ করে। ২ হাজার ৬০ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। মোট জিপি বেড়েছে ৮৭১ জনের। জিপিএ ও সিজিপিএ বেড়েছে ৭০৬ জনের। জিপিএ বেড়ে সিজিপিএ অপরিবর্তিত রয়েছে ১৬৫ জনের। পুনঃনিরীক্ষণের কেবল মার্কস বেড়েছে কোনো জিপি বাড়েনি ১১৮৯ জনের। উল্লেখ্য গত ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আটক
পরবর্তী নিবন্ধএবার সেন্টমার্টিনগামী রোগী বহনকারী স্পিডবোটে গুলি