আগামী বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
শিক্ষাবোর্ড সূত্রে জানিয়েছে, পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার সকল সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন ১১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞান বিভাগের রয়েছে ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় বিভাগের ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগের রয়েছে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৯৯ হাজার ৭৯ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে চট্টগ্রাম জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯৯ হাজার ৯৫ জন। ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫৯৫ জন, ছাত্রী সংখ্যা ৫৫ হাজার ৫০০ জন। চট্টগ্রাম জেলায় মোট কেন্দ্র রয়েছে ১২৮টি, এর মধ্যে মহানগরে রয়েছে ৩৯টি, উপজেলায় ৮৯টি। এছাড়া চট্টগ্রাম জেলায় ভোকেশনালের কেন্দ্র রয়েছে ২১টি, এরমধ্যে মহানগরে ২টি, উপজেলায় ১৯টি। দাখিল পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ২৯টি, এরমধ্যে মহানগরে ৬টি, উপজেলায় ২৩টি। তবে চট্টগ্রামে দাখিল ও ভোকেশনালের পরীক্ষার্থী সংখ্যা জানা যায়নি। এছাড়া সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এদের মধ্যে ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। ১৮ হাজার ৮৪টি স্কুলের এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
এসএসসি পরীক্ষার সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র নিতে হবে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ আজাদীকে বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন আমাদের যা যা করা দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম ঈদের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের দুই ধরনের ভিজিলেন্স টিম কাজ করবে। একটি সাধারণ আরেকটি স্পেশাল টিম। এসব টিমের তালিকা আমরা স্ব স্ব কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার আমাদের একটি বৈঠক রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. শরীফ উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।