এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ সুজনের

| বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দাখিল, এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন দারুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে উপরোক্ত অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন দাখিল, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বিশেষ করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত নগরীতে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা। পরীক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করা যেগুলো পরীক্ষা শুরুর আগে এবং পরে শুধুমাত্র পরীক্ষার্থীদের বহন করবে এবং এ সুবিধা যেনো সকল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করা।
মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আহমদুর রহমান নদভী। মাহফিলে মাদরাসার শিক্ষক ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইএফডিতে ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন দুইজন
পরবর্তী নিবন্ধরানি এলিজাবেথের উইল গোপন থাকবে অন্তত ৯০ বছর