কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় : কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথি চসিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আকতার। সিনিয়র শিক্ষক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ টি এম গোলাম মোস্তফা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক এম মাকসুদুল ইসলাম, বিষাণ মহাজন, মমতাজ উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকা মোহাম্মদ সিরাজুল মোস্তফা আল কাদেরি।
আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় : ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় হলরুমে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জালাল আহম্মেদ। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছৈয়দ গোলাম মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলী আজম, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাজাদা ছৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম মহসিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন।
শিক্ষক শামীমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাকিলা আকতার, সৈয়দ মোহাম্মদ আছহাব উদ্দিন, সৈয়দ আক্কাছ আলী, সৈয়দ সামসুদ্দিন, সৈয়দ আইয়ুব আলী রোশন, আহমেদ এরশাদ খোকন। বক্তব্য রাখেন কায়সারুল হক, ইসমাইল হোসেন, সৈয়দ নুরুন্নবী, প্রাক্তন শিক্ষার্থী মোকাম্মেল হক মিকাত, ইমতিয়াজ উদ্দিন ইমন, আশরাফ উদ্দিন সিফাত, মোজাম্মেল হক মিরাজ, জয়নাল আবেদীন, সৈয়দ সাব্বির উদ্দিন আহমদ, ইমতিয়াজ উদ্দিন, ফাহিম উদ্দিন, শিক্ষার্থীদের মধ্যে মিফতাহুন জান্নাত, নাহিদা সুলতানা, সানজিদা খানম, মাইশা খানম মিষ্পা ও সানজিদা আকতার। মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহীম চৌধুরী।
রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা : সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকানস্থ রসুলাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ দক্ষিণ জেলার সভাপতি ইব্রাহিম চৌধুরী। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা শাখার সহ–সভাপতি নুরুল ইসলাম রাজা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. সোলাইমান, আমিন উল্লাহ ফরহাদ, আবু সৈয়দ, মো.হারুন, আবু ছালেহ সিদ্দিকী ও মো.হাসান। অধ্যাপক মামুনুর রশীদ ও মৌলভী আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল আলম, ব প্রভাষক মো.জামাল উদ্দিন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান।
কাপ্তাই শিশু নিকেতন : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন বাংলা ও ইংরেজী মিডিয়াম স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সিপাহী আফজাল হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ–সভাপতি এবং কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদুল হাসান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ৫৬ ইস্ট বেংগলের উপ–অধিনায়ক মেজর ফয়েজ আহমদ। বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা। কেক কেটে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি পরীক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষায় অংশ নেওয়ার আহবান জানান এবং নিজেকে সুস্থ ও নিরাপদ রাখার পরামর্শ দেন। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবু নাছেরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যাপক রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন হাজী ইসমাইল চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক হাসান তারেক চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. মুজিবুর দৌলাহ চৌধুরী দৌলত, আব্দুর রহিম সুমন, ওসমান গণি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, মো. আমিনুল ইসলাম ও মো. রহমত উল্লাহ। এতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, যারা আজ বিদায় নিচ্ছ, তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না, বরং একটি নতুন জীবনের পথে পা রাখছ। জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দেবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের আত্মবিশ্বাস এবং সাহস কখনো হারাবে না।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ৮ এপ্রিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেফালিকা দে, গীতাশ্রী চৌধুরী, অফিস সহকারি অমলেন্দু দাশ, অফিস সহায়ক রবিলাল দে,মঞ্জু রাণী দাশের অরসর জনিত বিদায় ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপাজেলা একাডেমিক সুপাইভাইজার মো. এয়ার মোহাম্মদ। আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো. ওসমান, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, অভিভাবক মো. আনিসুর রহমান শিক্ষার্থী তাসমিন জান্নাত ও নুসরাত। বক্তারা বলেন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার পাশাপাশি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখছে।
আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় : লোহাগাড়া প্রতিনিধি প্রতিনিধি জানান, লোহাগাড়ায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবসায়ী মোস্তাক আহমদ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুস ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব আমিরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সায়েম চৌধুরী, ডা.হেলাল উদ্দিন, মামুনুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুল : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ বিদ্যালয়ের হলরুমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ইঞ্জিনিয়ার এম কেফায়েত উল্লাহ, চট্টগ্রাম কলেজের অধ্যাপক রহমত উল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছান, পরিচালক মোহাম্মদ সেকান্দার, দিদার এলাহী, মো. সালাউদ্দিন, মাওলানা শফিক, মো. সোলায়মান প্রমুখ।