অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ফেরদৌস পারভিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ রাশেদ কামাল, সহকারী শিক্ষক শেলী ভট্টচার্য্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্বেতা চৌধুরী ও কাজী সুলতানা ইয়াসমিন।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ইসলামের সভাপতিত্বে ও সাজিয়া আফরিন কুহেলীর সঞ্চালনায় গত ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহেদ, অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল আহসান চৌধুরী লিটন, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) সাইফুল আলম ফতেয়াবাদী, সেবিকা মূখাজী,শিখা রাণী দেবী, শফিউল আজম, লায়ন রিমন কান্তি মুহুরী, শারমিন সুলতানা, পুতুল রাণী নাথ, শওকতের রহমান, আজিজুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ : দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৮ এপ্রিল শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর হায়দার। এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ শামিম আল আজাদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আজম, পরিচালক মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, বেলাল হোসেন,সিদ্দিক আহাম্মদ।
সহকারী প্রধান শিক্ষক রতন কান্তি শিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ জাবেদ হোসেন, বিপ্লপ নন্দী, মৌলানা আলী আজম, টুটুল সেন, রক্সি মহাজন. কাজী মোহাম্মদ শিহাব উদ্দীন, মিঠুন কর, মোহাম্মদ রানা সোহেল, শাহাদাত হোসেন, মোহাম্মদ সুমন, আবদুল কাদের, আবদুল মান্নান, নারায়ন দাশ, নাহিদ সুলতানা, সুমি আকতার, নাজমা আকতার, তাসনোভা আকতার, আসমা আকতার, সাবরিনা মামুন, প্রিয়া বড়ুয়া, সুজয় বড়ুয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অপূর্ব আচ্যার্যী নির্ঝর, আইরিক আকতার মাইশা, আরেফিন আহম্মেদ রনি। অনুষ্ঠান শেষে এস.এস.সি পরীক্ষর্থীদের সফলতা কামনায় দোয়া মাহাফিল ও মোনাজাত পরিচালনা করা হয় এবং শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।