এসএসসি পরীক্ষা

প্রথমদিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৭৩ জন

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলা প্রথমপত্রের মাধ্যমে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথমদিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন। ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার প্রায় শূন্য দশমিক ৯৪ শতাংশ। এরমধ্যে চট্টগ্রামের ৭৮৭ জন, কক্সবাজারে ১৯০, রাঙামাটিতে ৬১, খাগড়াছড়িতে ৮৫ ও বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী ছিল। জানা গেছে, চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৮২৮ জন। কঙবাজারের ৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৭৮ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রের ৬ হাজার ৯০ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ৩৮৭ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৩ হাজার ৮৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর ও সুষ্ঠুভাবে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন। এছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে কেন্দ্র সচিবরা আমাদের জানিয়েছেন।

এদিন পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি চট্টগ্রাম মহানগর এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অপর্ণাচরন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও সিএমপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া নগরে এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় তিনি পরিদর্শনকালে পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগাজার ভয়াবহতাকে আর অগ্রাহ্য করার সুযোগ নেই
পরবর্তী নিবন্ধরাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন : স্বরাষ্ট্র উপদেষ্টা