এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আজ

চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করছে এক লাখ ৪০৬২৮ জন ১৪৪ ধারা জারি, বোর্ড ও সিএমপির যেসব নির্দেশনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে গত মঙ্গলবার কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে পরীক্ষা চলাকালীন।

কমিটি জানিয়েছে, পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অন্য কোনো অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়া পরীক্ষা চলাকালে, পরীক্ষা শুরুর আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিএমপির নির্দেশনা : চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার লক্ষ্যে কিছু নির্দেশনা আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর ৫০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত এবং পরিচালনা নিশ্চিত করার লক্ষে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভাসমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গানবাজনা, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান হবে, তবে ছোট পরিসরে
পরবর্তী নিবন্ধইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং পেলেন বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব