এসএসসি ও দাখিল পরীক্ষায় সাফল্য

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল : প্রতি বছরের ন্যায় এ বছরও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এসএসসি২০২৩ এর ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এসএসসি২০২৩ এ শতভাগ পাশের মধ্য দিয়ে ‘হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ চট্টগ্রাম শহরের অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ বছর অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১১৭ জন এ+ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন শিক্ষার্থীর ১৮ জন এ+ পেয়েছে। সর্বমোট ১৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৫ জন এ+ পেয়েছে। অবশিষ্ট শিক্ষার্থীরা এ পেয়েছে। অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন। সাথে সাথে মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে অনুরোধ করেন।

কাগতিয়া মাদরাসা : বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.. মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ বছর দাখিল পরীক্ষায় ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে ৩ জন জিপিএ ৫.০০ (+), ৩৬ জন ‘এ’, ২১ জন ‘এ-’ সহ শতভাগ পাস করে। মাদ্‌রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অত্যন্ত আনন্দিত। তারা এজন্যে মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মাদরাসার শিক্ষার মান ও বিজ্ঞানসম্মত আধুনিক যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদরাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্‌ আহমদীর আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান মাদরাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোক দিবস পালনে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ
পরবর্তী নিবন্ধসমুদ্রের কোলে রাখাইনদের মন রাঙানো এক দিন