এসএসসি-এইচএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না : শিক্ষামন্ত্রী

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস আরও সংক্ষিপ্ত করার জন্য আন্দোলন করার কথা না ভেবে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
সিলেবাস আরও সংক্ষিপ্ত করার কথা সরকার ভাবছে কি না, এই প্রশ্নে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটা আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকিস্তির টাকার চাপে মশার কয়েল খেয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ঘাট-গুদাম শ্রমিকদের ওপর হামলা, আহত ১৫