আজাদী প্রতিবেদন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বমোট ৭৬,০৪২ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে। গতকাল শিক্ষা বোর্ড এ তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে বাংলা বিষয়ের খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে ৪ হাজার ৫০০টি, ইংরেজি বিষয়ের আবেদন জমা পড়েছে ৯ হাজার ৮২৫টি, গণিত বিষয়ের ৮ হাজার ২৯টি, ইসলাম ধর্ম বিষয়ে ৩ হাজার ৭৪৩টি, হিন্দু ধর্ম বিষয়ে ৬৯টি, উচ্চতর গণিত বিষয়ের ৪ হাজার ৪১৮টি, বিজ্ঞান বিষয়ে ৪ হাজার ৬শ টি, কৃষি শিক্ষা বিষয়ে ১ হাজার ৫১৭টি, পদার্থ বিজ্ঞান বিষয়ে ৪ হাজার ৫৭৩টি, রসায়ন বিষয়ে ৪ হাজার ৯৫৮টি, জীব বিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৯২০টি,
পৌরনীতি বিষয়ে ৮৩৬টি, ব্যবসায় উদ্যোগ বিষয়ে ২ হাজার ৭৪টি, হিসাববিজ্ঞান বিষয়ে ২ হাজার ৩১৮ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫ হাজার ৮০৫ টি, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে ৬২৮ টি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ১ হাজার ৩১২, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ২৩২ টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১ হাজার ২০৫টি আবেদন জমা পড়েছে। গত ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষার পরদিন থেকে ৭ দিন খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে। আগামী ১২ জুন নাগাদ পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে।