সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করে দ্বীপ উপজেলা মহেশখালীতে সুনাম কুড়িয়েছে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় থেকে বিজ্ঞান, ব্যবসায়, মানবিক বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন প্লাসসহ কৃতকার্য হয়েছে ১১১ জন। এপ্লাস পাওয়া শিক্ষার্থীরা হলেন, সোমাইয়া আক্তার শিফু, সুপ্তা বড়ুয়া, বিশ্বাস বড়ুয়া, সুলতানুল কবির তুহিন, আয়াত হোছাইন। এদের মধ্যে সুলতানুল কবির তুহিন ও আয়াত হোছাইন বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুলের শিক্ষার্থী হলেও তারা পরীক্ষায় অংশ নিয়েছিল উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের হয়ে।
উপজেলার সর্ব উত্তরের এই প্রতিষ্ঠান এবারের ফলাফলে উপজেলায় পাশের হারে চতুর্থ, এপ্লাসে দ্বিতীয় এবং কালারমারছড়া ইউনিয়নে প্রথম হয়েছে। বিদ্যালয়টির এমন ধারাবাহিক ভালো ফলাফলে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, প্রতিবারের মত এবারও উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় আশানুরূপ সাফল্য অর্জন করেছে। আগামীতে শতভাগ পাশের সাথে এপ্লাসের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের।
উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম জানান, বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রচেষ্টা, পরিচালনা পর্ষদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের পরিশ্রমে সমন্বিত এই ফলাফল। আগামীতে এই ধারা অব্যাহত রেখে শতভাগ পাশ নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে জানান তিনি।
এবারে মহেশখালীর ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫০০ জন শিক্ষার্থী। তারমধ্যে কৃতকার্য হয়েছে ১৫৭৯ জন, এপ্লাস পেয়েছে ৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৯২১ জন। পাশের হারে (৯৫.০৪%) উপজেলায় প্রথম বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও ৬ টি এপ্লাস পেয়ে উপজেলায় প্রথম মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৫ টি এপ্লাস পেয়ে উপজেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়।