সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করে দ্বীপ উপজেলা মহেশখালীতে সুনাম কুড়িয়েছে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় থেকে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন এপ্লাস-সহ কৃতকার্য হয়েছে ১১১ জন। এপ্লাস পাওয়া শিক্ষার্থীরা হলেন, সোমাইয়া আক্তার শিফু, সুপ্তা বড়ুয়া, বিশ্বাস বড়ুয়া, সুলতানুল কবির তুহিন ও আয়াত হোছাইন। এরমধ্যে তুহিন ও আয়াত লিটল জুয়েলস সমবায় স্কুলের শিক্ষার্থী হলেও এসএসসিতে অংশ নিয়েছে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের হয়ে।
এবারের এসএসসিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে ফলাফল বিপর্যয়, যেখানে উপজেলার সর্ব উত্তরের এই প্রতিষ্ঠান পাশের হার ৭৬.০৩ শতাংশ ফলাফল করে ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠানটির এমন অর্জনে শিক্ষার্থী ও অভিভাবক আনন্দিত। এই বিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল আলম বলেন, এই বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থী ও অভিভাবকের সচেতনতায় এমন ফলাফল করা সম্ভব হয়েছে। আগামীতে এই সাফল্য অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এবারে মহেশখালী উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৫০০ জন, তাদের মধ্যে কৃতকার্য ১৫৭৯ জন ও অকৃতকার্য হয়েছে ৯১৯ এবং এপ্লাস পেয়েছে ৩৯ জন। উপজেলায় পাশের হার ৯৫.০৩ শতাংশ নিয়ে প্রথম অবস্থানে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, এবং সর্বোচ্চ ৬ জন এপ্লাস নিয়ে পাশের হারে ৯০.১২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।