এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

আগামী বছরের এসএসসি পরীক্ষা যারা দেবেন, তাদের ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে। ফরম পূরণ শুরু করতে এর একদিন আগে ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোকে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে বলছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসএসসির নির্বাচনি পরীক্ষা হবে, আর ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। খবর বিডিনিউজের।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ৩১ ডিসেম্বর থেকে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের এসএসসির ফরম পূরণ শুরু হবে। অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও একই চিঠি পাঠাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় প্রথমে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। পরে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষাপঞ্জির ওই অংশ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা হবে, ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় এলডিপির গণমিছিল
পরবর্তী নিবন্ধচব্বিশের গণ অভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে