এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ফটিকছড়ির ১১টি পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬৩ জন পরীক্ষার্থী। এছাড়া কোন অসদুপায় অবলম্বন বা কোনো ধরনের বেআইনি ঘটনা ঘটেনি।
৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে এদিন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ হাজার ২৫৪ জন। যেখানে ৬৩জন অনুপস্থিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফটিকছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা বেশ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সংকট বা সমস্যা হয়নি।