এসএসসির গণিত পরীক্ষা একদিন পেছাল

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত সংশোধিত এসএসসির এই সূচি প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। খবর বিডিনিউজের।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কমাল উদ্দিন হায়দার বলেন, ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে জাল নোটসহ যাত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডা. হাসান শাহরিয়ার কবীরের পিতার ইন্তেকাল