চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত সংশোধিত এসএসসির এই সূচি প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। খবর বিডিনিউজের।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কমাল উদ্দিন হায়দার বলেন, ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।