এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ

মিলবে ওয়েবসাইট ও এসএমএসে

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ রোববার প্রকাশ করা হবে। সকালে বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। আর শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, সে নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে। খবর বিডিনিউজের।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গতকাল সন্ধ্যায় বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণ শেষ করার নিয়ম রয়েছে। সেটা মেনেই রোববার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন সে নম্বরে এসএমএসে পরিবর্তিত ফল জানানো হবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটেও খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’র প্রতিষ্ঠাতা এজিএম শামসুল কামালের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ৩৪ কেজির এক জোড়া কোরাল