এসএসসিতে রাইফা নাওয়াল জিনানের সাফল্য

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

রাইফা নাওয়াল জিনান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ১৩০০ এর মধ্যে ১২৫৮ নম্বর পেয়ে জিপিএ ৫ অর্জন করেছে। তার গড় নম্বর ৯৬.৭৭%। উল্লেখ্য, সে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বঙ্গবন্ধু ও আমাদের বিজয়’ রচনা প্রতিযোগিতা এবং ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতায় জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে। তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে। তার বাবা দৈনিক আজাদীর সহসম্পাদক ইসমাইল জসীম ও মা শামীম আকতার। রাইফা নাওয়াল জিনান তার সাফল্যের জন্য শিক্ষকশিক্ষিকাসহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধথানা হাজতে হারপিক খেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল সড়কে মাইক্রো সিএনজি মুখোমুখি সংঘর্ষ