এসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শীলপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রিয়তম রুদ্র (১৭) নামের এক কিশোর। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকায় কাঞ্চন রুদ্রের পুত্র। কাঞ্চন রুদ্র বলেন, দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর রুদ্র বাড়িতে জানায় সে দুই বিষয়ে ফেল করেছে। তারপর আমি তাকে বলি, অসুবিধা নেই, আগামী বছর পাশ করবে। এটা বলে আমি বাইরে চলে যাই এবং আমার স্ত্রী ও মেয়েও তখন বাইরে ছিল। কিছুক্ষণ পর আমি বাড়িতে এসে দেখি একটি কক্ষের দরজা বন্ধ। তখন সন্দেহ হলে বেড়ার টিন কেটে দেখি, একটি রশিতে রুদ্রের নিথর দেহ ঝুলছে। সাথে সাথে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধঘুমের মধ্যে দুষ্টুমি করে বন্ধুরা কেটে দিল চুল, অভিমানে আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যা