এসএমই মেলা চলবে ১৭ মে পর্যন্ত

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৩ মে থেকে শুরু হওয়া ৫ম এসএমই মেলা আগামী ১৭ মে পর্যন্ত দশনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অনুরোধের প্রেক্ষিতে বর্ধিত করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানী, বুটিকস্‌, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, ড্রাইফিশ, ইন্টেরিয়র, ফার্নিচার ও পর্যটনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা প্রায় ৬০টি স্টলে তাদের নিজস্ব পণ্যের সম্ভার নিয়ে অংশগ্রহণ করেছে। মেলার শেষ দিন অর্থাৎ আগামী ১৭ মে সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আখ ক্ষেতে বৃদ্ধের লাশ