এসএমই খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ ও উন্নয়নে ১০ কোটি ডলার বা স্থানীয় মুদ্রায় প্রায় ১২১৭ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এসে উন্নয়ন সহযোগী এই সংস্থাটির সঙ্গে ঋণচুক্তি করল সরকার। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। আর এডিবির পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন বলে ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যেও একটি প্রকল্প চুক্তি সই হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পটির বাস্তবায়নকাল চলতি বছরের সেপ্টেম্বর হতে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্পমেয়াদি ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তা করা। ইআরডি বলছে, এডিবির এই ঋণ ‘কম সুদে’ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে; বার্ষিক সুদের হার ২ শতাংশ।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা সমপ্রসারণের জন্য ২০১৭ সালের নভেম্বরে এডিবির সহায়তায় ২৪ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল। সরকার ও এডিবির যৌথ অর্থায়নে পরিচালিত ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি)’ আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের ৬ শতাংশ সুদে বিতরণ করেছিল। তখনও ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাইরের এলাকায় সুবিধাবঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এই তহবিল থেকে ঋণ পেয়েছিলেন এ প্রকল্পের আওতায়।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরে বাগানের শতাধিক বৃক্ষ নিধন ও লুটের অভিযোগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর যুবলীগ নেতা জামালখানে গ্রেপ্তার