এসএওসিএল এর শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড (এসএওসিএল) এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এ টুর্নামেন্টকে কেন্দ্র করে কর্মকর্তাকর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা দেয়। গত ২৪ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌসী মাসুম হিমেল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (উৎপাদন ও পরিচালন) কামরুল হোসেন, ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. জাকারিয়া হাবীব সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

৭ দিনের এ টুর্নামেন্ট মোট ১৬ টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় কর্মকর্তাদের মধ্যে ড্রিম ক্যাচারস চ্যাম্পিয়ন হয় যেখানে খেলায় অংশগ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেল ও কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এছাড়া কর্মকর্তাদের গ্রুপে ১ম রানার্স আপ হন আনিছুর রহমান ও মমিনুর ইসলাম এবং ২য় রানার্স আপ হন মো. মোকাররম হোসেন ও শরীফ মাহমুদ ভূঁঞা। কর্মচারীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এমজে এসএওসিএল স্টার যেখানে খেলায় অংশগ্রহণ করে সুপারভাইজার রোমাঞ্চ সেন ও কম্পিউটার অপারেটর মইনুল হোসেন। এছাড়া কর্মচারীদের গ্রুপে ১ম রানার্স আপ হন সাইদুর রহমান মাসুদ ও জয়নাল আবেদীন এবং ২য় রানার্স আপ হন আলী আজগর ও হাসিবুল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডকে বিদায় করলো আফগানিস্তান
পরবর্তী নিবন্ধসিসিপিএ স্ট্যান্ডার্ড রেটিং উন্মুক্ত দাবা কাল শুরু