এসআইবিএলের নতুন চেয়ারম্যান মাহবুব, এমডি জাফর

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব উল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন জাফর আলম। গতকাল মঙ্গলবার তাঁরা নিজ নিজ দায়িত্বে যোগদান করেন। মো. মাহবুব উল আলম এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ফান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে ব্যাংকিং এ প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন। জাফর আলম ইতোপূর্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ৬টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগফুর হালীর গান গ্রামীণ জীবনের গাথা
পরবর্তী নিবন্ধজুয়েলারি শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন ঐক্য