সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব উল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন জাফর আলম। গতকাল মঙ্গলবার তাঁরা নিজ নিজ দায়িত্বে যোগদান করেন। মো. মাহবুব উল আলম এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ফান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে ব্যাংকিং এ প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন। জাফর আলম ইতোপূর্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ৬টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












