এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান হলেন মাহফুজ আনাম

আজাদী ডেস্ক | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এর আগে ২০০৭ সালে তিনি এএনএনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমান চেয়ারম্যান দ্যা স্ট্রেটস টাইমসের এডিটর-ইন-চিফ ওয়ারেন ফার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২ বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ জোটের সদস্য হিসেবে এশিয়ার ২৩টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্নান্দেজ ও সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস (এসপিএইচ) মিডিয়ার ইংরেজি/ মালয়/ তামিল মিডিয়া গ্রুপ পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাহফুজ আনামকে মনোনীত করলে এএনএন বোর্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।
মাহফুজ আনাম সাংবাদিক জীবন শুরু করেন ১৯৭২ সালে। জাতিসংঘে ১৪ বছর কাজ করার পর তিনি ১৯৯১ সালে বাংলাদেশে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দ্যা ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীর পক্ষে কাজ না করায় যুবককে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধমাধ্যমিকে ভর্তি হতে পারে না ৪৬ হাজার শিক্ষার্থী