বাংলাদেশ এশিয়া কাপ হকি শুরু করেছে বড় হার দিয়ে। তবে খেলার শুরুটা ছিল আশা জাগানিয়া। পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ওই অতটুকুই।
এরপর সময় যত গড়াল, একটু একটু করে খেই হারিয়ে বড় হার দেখল তারা। ইন্দোনেশিয়ায় সোমবার পুল ‘বি’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে খোরশেদুর রহমানের পেনাল্টি গোলে এগিয়ে যায় দল।
খেলার ত্রয়োদশ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার পর একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ২টি করে এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে তারা।