প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে এশিয়া কাপ হকি শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছ তারা। গ্রুপে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা চাইনিজ তাইপের (৩৮তম) বিপক্ষে জ্বলে উঠে বাংলাদেশ। আব্দুল্লাহ, রাকিবুল, আশরাফুলদের নৈপুণ্যে এশিয়া কাপে পেল দারুণ জয়। ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে গতকাল শনিবার পুল ‘বি’–এর ম্যাচে ৮–৩ গোলে জিতেছে বাংলাদেশ। এতে তাদের বিশ্বকাপ বাছাইয়ে খেলার সম্ভাবনাও বেঁচে থাকল। মালয়েশিয়ার বিপক্ষে ৪–১ ব্যবধানে হেরে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার প্রতিযোগিতার শিরোপাধারী শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি পাবে আগামী বছর নেদারল্যান্ডস–বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার টিকেট। আর আট দলের মধ্যে সেরা পাঁচে থাকা দলগুলো পাবে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ। এ মুহূর্তে দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। কোরিয়া ও মালয়েশিয়ার পয়েন্টও এ মুহূর্তে সমান ৩ করে। তবে দুই দলই খেলেছে একটি করে ম্যাচ। শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ম্যাচের আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে চাইনিজ তাইপের বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের। চতুর্থ মিনিটের গোলে শুরুটাও দারুণ হয় তাদের। মোহাম্মদ আব্দুল্লাহর হিটে গোলকিপার পরাস্ত হন। প্রথম কোয়ার্টারেই সমতা ফেরানো তুসাং–ইউই দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন চাইনিজ তাইপেকে।
তবে পাল্টা জবাব দিতে দেরি হয়নি বাংলাদেশেরও। ২৬তম মিনিটে আব্দুল্লাহর ফিল্ড গোলে সমতা ফেরে ম্যাচে। তৃতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে ফের এগিয়ে নেন বাংলাদেশকে। এরপর এক মিনিটের মধ্যে রাকিবুল হাসানের জোড়া গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় দল। এই কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের লক্ষ্যভেদে ব্যবধান বাড়ে আরও। এরপর এক মিনিটের মধ্যে রেজাউল বাবু ও আশরাফুলের গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ দিকে চাইনিজ তাইপের হারের ব্যবধান কমান তুসাং–জেন।