এশিয়া কাপ মিশন শুরু আজ বাংলাদেশের যুবাদের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

সামনের বিশ্বকাপকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ অণূর্ধ্ব-১৯ দলকে। তার আগে মরুর দেশ আরব আমিরাতে বসছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ নেপাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের আজকের ম্যাচটি জিতে এশিয়া কাপ শুরু করতে চান টাইগার যুবাদের অধিনায়ক রাকিবুল হাসান। সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপে খেলতে গত মঙ্গলবার ঢাকা ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিন কোয়ারেন্টিনে থাকার পর গতকাল বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করেছেন রকিবুল, তানজিম হাসানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের মুখোমুখি হবে রকিবুলের দল। বাংলাদেশের গত যুব বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রকিবুল বলেন, ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। উজাড় করে দিতে চান নিজেদের সেরাটা।
টাইগার অধিনায়ক বলেন এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে চাই। দল খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজকে আমাদের প্রথম অনুশীলন করেছি। সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব। একদিন কোয়ারেন্টিনে থেকে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরো প্রস্তুত প্রথম ম্যাচের জন্য। দুই গ্রুপে ভাগ হয়ে আট দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। দুই গ্রুপের সেরা দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। এরপর হবে ফাইনাল। আগামীকাল শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন পর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ এখন পর্যন্ত একবারও যুব এশিয়া কাপ জিততে পারেনি । ২০১৯ সালের সবশেষ আসরে রানার্স-আপ হয়েছিল তারা। ফাইনালে ভারতের বিপক্ষে ৫ রানে হেরে ভেঙেছিল তাদের শিরোপা স্বপ্ন। আরব আমিরাতে যুব এশিয়া কাপে খেলার পর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর সরকারি পরিবারে ভলিবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধএক সঙ্গে তিন ফরম্যাটে খেলা অসম্ভব বললেন সাকিব