এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং আফগানদের সঙ্গে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপে আবার একই গ্রুপ পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহ গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন এই খবর। ২০২৩ সালের সেপ্টেম্বরে আসরটি মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে এশিয়া কাপের এই আসরটি কোথায় হবে সেটি পরিষ্কার করা হয়নি।

গত এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তার সঙ্গে মিল রেখে ওই ফরম্যাটে করা হয়েছিল আসরটি। এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। কেননা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের বক্তব্যের জবাবে নিজেদের সীমাবদ্ধতার কথা বললেন বিসিবি সিইও
পরবর্তী নিবন্ধচবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত