আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। কিন্তু লড়াই জমলই না। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান গুটিয়ে গেল অল্প রানে। আরেকটি একপেশে ম্যাচ জিতে সুপার ফোরের দুয়ারে পৌঁছে গেল ভারত। এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৭ উইকেটে। ব্যাটে বলে কোথাও কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারল না পাকিস্তান। এই জয়ে শেষ চারে চলে গেল ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। প্রথম দুই ওভারে নেই দুই উইকেট। তৃতীয় উইকেটে ফখর জামান এবং ফারহান মিলে ৩৯ রান যোগ করলেও তা ছিল টি–টোয়েন্টির সাথে বেমানান। ১৭ রান করে ফরেন ফখর জামান। এরপর দ্রুত ফিরেন সালমান আগা, হাসান নেওয়াজ এবং মোহাম্মদ নেওয়াজ। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় তখন পাকিস্তান। ইনিংসের শুরু থেকে লড়াই করা ফারহান ফিরেন ৪০ রান করে। খেলেছেন ৪৪ বল। শেষদিকে শাহীনশাহ আফ্রিদীর ১৬ বলে ৩৩ রানের উপর ভর করে ১২৭ রানের সংগ্রহ দাড় করায় পাকিস্তান। ভারতের পক্ষে কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নামা ভারত প্রথম দুই ওভারে তুলে নেন ২২ রান। শুভমান গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে ১৯ রান যোগ করেন অভিষেক এবং সুরিয়া কুমার যাদব। ১৩ বলে ৩১ রান করা অভিষেককে ফিরিয়ে এজুটিও ভাঙ্গেন সাইম আইয়ুব। তৃতীয় উইকেটে সুরিয়া কুমার এবং তিলক ভার্মা মিলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুজনের ৫৬ রানের জুটিও ভাঙেন সাইম আইয়ুব। তিনি এবার ফেরান ৩১ বলে ৩১ রান করা তিলক ভার্মাকে। সুফিয়ান মুকিমকে ছক্কা মেরে দলকে জিতিয়ে ফিরেন সুরিয়া কুমার যাদব। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক।
বিডিনিউজ জানায় : জয়–পরাজয় ছাপিয়ে আরেকটি বড় ঘটনা হলো, ম্যাচ শেষে প্রথা মেনে করমর্দন হয়নি দুই দলের। পাকিস্তানের খেলোয়াড়রা করমর্দনের জন্য অপেক্ষায় থাকলেও, মাঠে নামেননি ভারতের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক সুরিয়াকুমারও। পরে ছক্কায় ম্যাচের ইতি টেনে সঙ্গীকে নিয়ে সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন তিনি।
এই বছর ভারত শাসিত পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক খারাপ হয় আরও, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। শেষ পর্যন্ত ম্যাচ হলেও, তৈরি হলো নতুন বিতর্ক।












