এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টে খেলবে না ভারত। তবে আগামী মাসে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিপক্ষে খেলতে ক্রিকেট দলের কোনো বাধা নেই বলে জানিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। ভারতের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের জন্য দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন নীতিমালা প্রকাশ করেছে। যেখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে খেলার ওপর। একে অপরের দেশে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে, ভারতীয় দলগুলো পাকিস্তানে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। পাকিস্তানি দলগুলোকে ভারতে খেলার অনুমতিও দেওয়া হবে না। তবে এই নীতিমালা বহুদলীয় টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, মন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এঙপ্রেস। আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত রাখব না। কারণ এটা বহুদলীয় আসর। কিন্তু দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য পাকিস্তানকে ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে তাদের বহুদলীয় ইভেন্ট থেকে বিরত রাখব না, কারণ আমরা অলিম্পিক সনদ মেনে চলব।

ভারতীয় দলগুলোকে কোনো বহুদলীয় টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফরের অনুমতি দেওয়া হবে কি না এমন প্রশ্নে সূত্রটি বলেন, সেই পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা বিষয়টি মূল্যায়ন করে দেখব। রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ আছে এক যুগের বেশি সময় ধরে। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা হয় প্রতিবেশী এই দুই দেশের। সমপ্রতি সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের ম্যাচ না খেলার পর এমনকি সেমিফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। তবে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করার পর ম্যাচটি নিয়ে শঙ্কা কেটে গেল। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নির্বাচন : সভাপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন মাহবুব আনাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেট চট্টগ্রাম জেলা দলের রিপোর্টিং আজ