লম্বা সময় পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন শুবমান গিল। তাকে রেখেই এশিয়া কাপের স্কোয়াড সাজিয়েছে ভারত। দলের সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভারতের টেস্ট অধিনায়ক। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার জন্য গতকাল মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। সুরিয়াকুমার ইয়াদাভের নেতৃত্বাধীন দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াশাসভি জয়সওয়াল ও মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের। প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দার, রিয়ান পারাগ ও ধ্রুভ জুরেলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন জয়সওয়াল। ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে সবশেষ টি–টোয়েন্টি খেলেন গিল। ওই সিরিজে দলের সহ–অধিনায়ক ছিলেন তিনি। এর আগের সিরিজে জিম্বাবুয়েতে দলকে নেতৃত্বও দেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কায় ওই সিরিজের পর আরও তিনটি টি–টোয়েন্টি সিরিজ খেলে ভারত– ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকা সফরে। কিন্তু একটিতেও দলে ছিলেন না গিল। ভারতের সাদা বলের দলে এক বছরের বেশি সময় পর ফিরলেন জাসপ্রিত বুমরাহ। ২০২৩ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেন তারকা পেসার। আর টি–টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব সবশেষ করেছিলেন গত বছরের জুনে, এই সংস্করণের বিশ্বকাপের ফাইনালে, যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সবশেষ ১২ টি–টোয়েন্টিতে ভারতের জার্সিতে ওপেন করেছেন আভিশেক শার্মা ও সাঞ্জু স্যামসন। দারুণ কিছু ইনিংস খেলে টি–টোয়েন্টি দলে জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন তারা। আছেন এশিয়া কাপের স্কোয়াডেও। মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন সুরিয়াকুমার, তিলাক ভার্মা, রিংকু সিং ও জিতেশ শার্মা। দলে রাখা হয়েছে স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল এবং দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শুভাম দুবেকে। বিশেষজ্ঞ বোলার হিসেবে আছেন পেসার বুমরাহ, আর্শদিপ সিং ও হার্শিত রানা, বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব, রহস্য স্পিনার ভারুন চক্রবর্তী। আগামী ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাদের লড়াই ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ ওমান, ১৯ সেপ্টেম্বর।
এশিয়া কাপের ভারত দল: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, আর্শদিপ সিং, আভিশেক শার্মা, তিলাক ভার্মা, শুভাম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শার্মা, জাসপ্রিত বুমরাহ, ভারুন চক্রবর্তী, কুলদিপ যাদব, হার্শিত রানা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন।