এশিয়া কাপের প্রস্তুতি আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এশিয়া কাপের আর মাত্র একমাস বাকি। আর এশিয়া কাপ শেষ হওয়ার ১৫ দিনের মাথায় শুরু হবে বিশ্বকাপ। তাই বাংলাদেশ ক্রিকেট দলের এখন দারুন ব্যস্ততা। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর এখনো মাঠে নামা হয়নি ক্রিকেটারদের। এই দুই টুর্নামেন্টের আগে বেশি সময় বাকি নেই। বিশ্ব আসরে দৃষ্টি রেখে এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুত করার অভিযান শুরু করছে বাংলাদেশ দলে আজ থেকে।

দলেল বেশিরভাগ ক্রিকেটার ছুটতিে থাকলেও বিদেশি লিগে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসদের। তাদের ছাড়াই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার শুরু হবে জাতীয় ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব। সবার শারীরিক অবস্থা পরখ করতে শুরুতে হবে ফিটনেস ট্রেনিং। সেখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে এশিয়া কাপের জন্য পপ্রথমিক দল ঘোষণা করবেন নির্বাচকরা। এশিয়া কাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় বিশ্বকাপ প্রস্তুতির জন্য আলাদা সময় মিলবে না। আপাতত সামনে তাই এশিয়া কাপ হলেও এই অনুশীলন ক্যাম্প দিয়েই মূলত বিশ্বকাপের প্রবাহে নেমে পড়ছে দল।

পূর্ববর্তী নিবন্ধসুপার ফোরে মোহামেডান ব্লুজের জয়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কারাতে স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান