এশিয়া অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ব্যাডমিন্টনের পুরুষ এককে হংকংকে হারিয়ে ইন্দোনেশিয়ায় এশিয়া অনূর্ধ্ব১৯ টুর্নামেন্টে সাফল্য পেলো বাংলাদেশ। বাংলাদেশের বর্ষসেরা ব্যাডমিন্টন শাটলার চট্টগ্রামের ছেলে গালিব উল্লাহ প্রথম সেটে ১২২১ ব্যবধানে হেরে গেলেও পরের দুই সেটে ২১১৬, ২১১৯ ব্যবধানে জেতেন তিনি। ২১ সেটে হংকংয়ের প্রতিপক্ষ ইউং কিং তোকে হারায় বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে পুরুষ দ্বৈত, নারী দ্বৈত, মিশ্র দ্বৈত, মিশ্র, দ্বৈত, নারী এককে লড়েছে বাংলাদেশ। তারপরই এলো প্রথম জয়।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যরূপ একাডেমির বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধগড়দুয়ারায় সেতুবন্ধন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন