এশিয়ার বাইরে লম্বা ইনিংস খেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ তরুন একটি দল নিয়ে টেস্ট খেলতে গেলো নিউজিল্যান্ডে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ দল যেভাবে খেলছে তাতে কে বলবে এই দলটি তরুন একটি দল। টেস্টের তৃতীয় দিন শেষ হয়েছে গতকাল। দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোটাই ছিল বাংলাদেশের দখলে। কি বোলিং, কি ব্যাটিং অসাধারণ লড়াই করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪০১। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে ৭৩ রানে। স্কোরবোর্ডে ৪০১ রান তুলতে বাংলাদেশ খেলেছে ১৫৬ ওভার। এর মধ্য দিয়েই নিউজিল্যান্ডের মাটিতে গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছে মোমিনুল হকের দল। এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ডও গড়া হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। ২০১৭ সালে ওয়েলিংটনে বাংলাদেশ খেলেছিল ১৫৩ ওভারের ইনিংস। ওটাই ছিল এশিয়ার বাইরে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ড। এবার মোমিনুল হকের দল এরই মধ্যে খেলে ফেলেছে ১৫৬ ওভার।
চতুর্থ দিন সকালে আরও কত ওভার খেলতে পারে সেটা বলা না গেলেও নিশ্চিত এশিয়ার বাইরে লম্বা ইনিংসের রেকর্ডটাকে বাড়াতেই থাকবে শুধু বাংলাদেশ। তবে এশিয়ায় খেলা সবচেয়ে লম্বা ইনিংসকে হয়তো ছাড়িয়ে যেতে পারবে না এবার মোমিনুলরা। কারণ ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে খেলেছিল ১৯৬ ওভার। রান করেছিল ৬৩৮। এছাড়া ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল ১৬০ ওভারের ইনিংস। করেছিল ৫২২ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা তৃতীয় সেরা দীর্ঘতম ইনিংস বাংলাদেশের। ২০১৭ সালে যে ইনিংসে ১৫২ ওভার খেলেছিল টাইগাররা, ওই ম্যাচে বাংলাদেশ করেছিল ৫৯৫ রান। সাকিব আল হাসান খেলেছিলেন ২১৭ রানের ইনিংস। তবুও ওই ম্যাচে ৭ উইকেটে হারতে হয়েছিল টাইগারদের।

পূর্ববর্তী নিবন্ধফরাশ পাড়া বঙ্গবন্ধু প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার, ১ম, ২য় ও ৩য় বিভাগ ক্রিকেট লিগের দলবদল প্রসঙ্গে