এশিয়ান যুব কাবাডি গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। মেয়েদের সাফল্যের পর এবার অনূর্ধ্ব১৮ ছেলেরা কাবাডি দলও ব্রোঞ্জ পদক জিতেছে। এটি এই গেমসে দেশের দ্বিতীয় পদক। ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদকটি জিতেছিল অনূর্ধ্ব১৮ নারী কাবাডি দল। মেয়েরা শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল। ছেলেদের এই জয়ে এবারের আসরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক অর্জন করলো, যার দুটিই এসেছে কাবাডি থেকে। টুর্নামেন্টে লালসবুজের প্রতিনিধিদের শুরুটা অবশ্য কঠিন ছিল। প্রথম ম্যাচে তারা শক্তিশালী ভারতের কাছে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেলেও থাইল্যান্ডের কাছে দুর্ভাগ্যজনকভাবে অল্প ব্যবধানে পরাজিত হয়ে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে দলটি। তবুও শেষ দুই ম্যাচে পাকিস্তান এবং বাহরাইনকে হারিয়ে পদক জয় নিশ্চিত করে তারা। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসের দুটি আসরে অংশ নিলেও বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। এবারের আসরে কাবাডিতে একযোগে ছেলে ও মেয়েদের এই সাফল্য বাংলাদেশের জন্য নতুন অধ্যায় রচনা করলো।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের এন্ট্রি আহ্বান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণ