এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের উদ্বোধন

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৯:২৮ পূর্বাহ্ণ

এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের ফুটসাল আসর শুরু হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে বায়েজিদ টেক্সটাইল চত্বরে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে এ লিগের উদ্বোধন করা হয়। প্রথম দিনেই ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে নগদকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করে বিকাশ। দ্বিতীয় ম্যাচে প্রেসিডেন্সিকে ২-০ গোলে হারায় এক্সিম ব্যাংক। এরপর ক্লিফটন গ্রুপের কাছে বড় ব্যবধানে হেরে জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হয় নগদ। প্রতিষ্ঠানটিকে ১০-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্লিফটন গ্রুপ। এই ম্যাচে ক্লিফটন টিমের আরাফাত ও আরসো হ্যাটট্রিক করেন। এছাড়া এশিয়ান গ্রুপ ২-০ গোলে এরো জিন্সকে পরাজিত করে।

এবারের ফুটসাল ফুটবল আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে দেশের নামকরা ১৬ কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। স্পোর্টস লিগের উদ্যোক্তা এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ১০ বছর ধরে ছোট টুর্নামেন্টের আয়োজন করছি। এবার বড় পরিসরে ফুটসাল ফুটবল আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশের ১৬টি দল যোগ দিয়েছে। টুনার্মেন্টে ব্যাংক, আরএমজি সেক্টরের কোম্পানিগুলো অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলিটল ব্রাদার্সের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভারতে স্বীকৃতি পেলো করোনার ন্যাজাল ভ্যাকসিন