এশিয়ান কাপ ফুটবলের বাছাইকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ ফুটবলের বাছাইকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্ধারণ করা হয়েছে ২৩ সদস্যের স্কোয়াড। স্পেনিশ কোচ কাবরেরার চূড়ান্ত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উত্তর বারিধারার মিডফিল্ডার পাপন সিং, শেখ জামালের গোলকিপার মোহাম্মদ নাইম ও সাইফ স্পোর্টিং ক্লাবের চট্টগ্রামের পটিয়ার ছেলে সাজ্জাদ হোসেন। এএফসি কাপ খেলে চোট পাওয়া বসুন্ধরা কিংসের চার ফুটবলার- ফরোয়ার্ড সুমন রেজা, মতিন মিয়া, মিডফিল্ডার মাশুক মিয়া জনি ও ডিফেন্ডার কাজী তারিক রায়হান ছিটকে গেছেন।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম আবাহনীর দুই মিডফিল্ডার সোহেল রানা-আবু সাইদ ও শেখ জামালের গোলকিপার মিতুল মারমা। এছাড়া চোটের কারণে আগেই ক্যাম্প থেকে বাদ পড়েছেন গোলকিপার শহিদুল আলম সোহেল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাদ উদ্দিন। এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে শুক্রবার ভোরে ঢাকা ছাড়ছে বাংলাদেশ। বাছাইয়ে প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলা হবে।

বাংলাদেশ দল: গোলকিপার: আনিসুর রহমান জিকো,আশরাফুল রানা ও মোহাম্মদ নাঈম। ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা,রিয়াদুল হাসান রাফি,রহমত মিয়া,রায়হান হাসান,ইসা ফয়সাল, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ,রিমন হোসেন। মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, পাপন সিং,সোহেল রানা,বিপলু আহমেদ,আতিকুর রহমান ফাহাদ,সাজ্জাদ হোসেন। ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহীম, রাকিব হোসাইন, জাফর ইকবাল,ফয়সাল আহমেদ ফাহিম, মাহাবুবুর রহমান সুফিল।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের রবীন্দ্র-নজরুলজয়ন্তী
পরবর্তী নিবন্ধওপিএ বাস্কেটবল টিমের জার্সি উন্মোচন সম্পন্ন