জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২তম সমাবর্তন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নগরীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত সমাবর্তনে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখা ৭ বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর শেরি ব্লেয়ার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর আইরিন ট্রেসি।
অনুষ্ঠানে তাঁকে ‘ডক্টর অব সায়েন্সেস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব হিউম্যানকাইন্ড’ সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। এবারের সমাবর্তনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। জাপানের সাবেক ফার্স্ট লেডি আঁকিয়ে আবেকে ‘ডক্টর অব হিউম্যান লেটার্স’, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোমারভিল কলেজের সাবেক প্রিন্সিপাল ব্যারোনেস জ্যানেট রয়াল অব ব্লেইডনকে ডক্টর অব আর্টস ফর লিডারশিপ অ্যান্ড এডুকেশনাল ইকুইটি, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে ডক্টর অব সায়েন্সেস ইন এডুকেশনাল ডেভেলপমেন্ট, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. তেরুও ফুজিইকে ডক্টর অব সায়েন্সেস, ভিয়েতনামে জাপানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের সাবেক জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকিকে ডক্টর অব আর্টস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব পিস এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ডক্টর অব ক্রিয়েটিভ, রেসপনসিবল অ্যান্ড কারেজিয়াস জার্নালিজম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ, উপাচার্য ড. রুবানা হক, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেলাতুন্নেসা তানহা, ফারিয়া ফারজানা ও হানান সাঈদ। ১২তম সমাবর্তনে ১১টি দেশ থেকে আসা এই বিশ্ববিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী স্নাতক হয়েছেন।








