এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা প্রজ্ঞা দত্তের সঞ্চালনায় অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চিটাগং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, উদ্বোধক ছিলেন বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর সুমঙ্গল সুৎসুদ্দী, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সমিতি চট্টগ্রামর সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, বেপজা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোমেন ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

স্বাগত বক্তব্য দেন, চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আজম। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সৈয়দ আহমদ
পরবর্তী নিবন্ধমাওলানা সোহাইল আহমেদ