অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল ব্রোঞ্জ ও পুরুষ দল চতুর্থ স্থান অর্জন করেছে। দলীয় অর্জনের পাশাপাশি বাংলাদেশ বালক ও বালিকা দলের দুই খেলোয়াড় ব্যক্তিগত স্বীকৃতিও পেয়েছে। বাংলাদেশ দলের গোলরক্ষক মেহেদী হাসান জিন্নাত টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন। আইরিন আক্তার রিয়া বালিকা বিভাগে সেরা উদীয়মান বিভাগের পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ কোনো বিভাগের ফাইনাল খেলতে পারেনি অথচ এই দুই স্বীকৃতি বাড়তি অনুপ্রেরণা। অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করেছে। অভিষেক অংশগ্রহণেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে।