এশিয়া কাপ শেষ হয়ে গেল শান্তর

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

এবারের এশিয়া কাপে দারুণ সফল ব্যাটার নাজমুল হোসেন শান্ত। একটি সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস রয়েছে শান্তর। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটা ছুঁয়ে ব্যাট কোলে নিয়ে দোলালেন। নবাগত সন্তানকে রেখেই চলে গিয়েছিলেন এশিয়া কাপ খেলতে। তাই সেঞ্চুরিটা উৎসর্গ করেছিলেন ছেলেকে। এশিয়া কাপ স্মরণীয় করে রাখার সব সম্ভাবনা থাকলেও সেটি এখন শেষ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন শান্ত। পরে এমআরই করালে ধরা পড়ে মাসল টিয়ার। এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন তিনি। ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগার কথা জানায়। সে ফিল্ডিং করতে পারেনি। এমআরই স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, শান্ত টুর্নামেন্টের বাকি অংশে খেলবে না। সে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে।’ ছিটকে পড়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত। তিনি লিখেছেন, ‘২০২৩ এশিয়া কাপে আমার যাত্রা শেষ হয়েছে। আমি মাসল টিয়ারে ভুগছি। এই টুর্নামেন্টে আর থাকছি না। বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাই। তাড়াতাড়িই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবো। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ’। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচে একা লড়াই করে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে যায় বাঁচামরার লড়াই। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৯৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে ৩৩৪ রানের বড় পুঁজি এনে দেন। শান্ত ১০৫ বল খেলে ১০৪ রান করে হন রান আউট। দল পরে তুলে নেয় ৮৯ রানের বড় জয়। এবার শান্তর এশিয়া কাপই শেষ হয়ে গেল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও শান্তর সার্ভিস পাবে না বাংলাদেশ। গণমাধ্যমকে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র। এদিকে গত মঙ্গলবার পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা লিটন দাস। আর সেদিনই শান্তর ছিটকে পড়ার খবর জানা গেল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উল্কা সংঘ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৩৩.১৫ কোটি টাকা