ইনজুরির সঙ্গে লড়াই করে আর পেরে উঠলেন না ইবাদত হোসেন। দীর্ঘায়িত হলো তার মাঠে ফেরার অপেক্ষা। হাঁটুর ইনজুরির কারনে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন এই পেসার। বদলি হিসেবে ডাক পেলেন তরুণ পেসার তানজিম হাসান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আগের দিনই জানিয়েছিলেন ইবাদতকে নিয়ে শঙ্কার কথা। ইবাদতকে না বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা। স্বল্প সুযোগেই উইকেট শিকারি বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন এই পেসার। ১২ ওয়ানডে খেলে তার উইকেট ২২টি। গত আগস্টে এই সংস্করণে তার অভিষেক। এরপর থেকে এই সময়টায় ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ। তার ইনজুরির কারনে প্রথমবার জাতীয় দলের দুয়ার খুলল তানজিমের সামনে। সামপ্রতিক সময়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ, ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ বোলিংয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে ডাক পেলেন ২০ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কায় গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে ৩ ম্যাচে ৯টি উইকেট নেন তানজিম।প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে ১৫ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। সব মিলিয়ে ৩৭টি লিস্ট ‘এ‘ ম্যাচে ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের এই পেসারের নামের পাশে রয়েছে ৫৭ উইকেট। তানজিমের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের এশিয়া কাপ দলে ২০২০ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। আগেই দলে ছিলেন তানজিদ হাসান, শামিম হোসেন, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে কনুইয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে বাজেভাবে পড়ে যান ইবাদত। ওই ইনজুরি ম্যাচ থেকেতো বটেই, সিরিজ থেকেও ছিটকে যান এই পেসার। এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে থাকতে পারেননি ইবাদত। তবে দ্রুত সুস্থতার আশায় তাকে এশিয়া কাপের স্কোয়াডে নেন নির্বাচকরা। দলের সঙ্গে অনুশীলনও করছিলেন তিনি। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি তার ইনজুরির। কয়েক দফা স্ক্যান রিপোর্টের পর তাকে এশিয়া কাপ থেকে বাইরে রাখার পরামর্শ দেয় বিসিবির চিকিৎসা বিভাগ। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।