এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

চীনের দাজহুতে অ১৮ এশিয়া কাপ হকিতে গতকাল মঙ্গলবার ছিল বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ৬৩ গোলে ম্যাচটি হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে দীন ইসলাম একটি ও ইসমাইল হোসেন জোড়া গোল করেন। বাংলাদেশ হারলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে। ম্যাচের হাফ টাইমে স্কোরলাইন ছিল ৩৩। বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে ১৩ গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পাকিস্তান এই কোয়ার্টারে এক গোল দিয়ে ৪৩ গোলের লিড নেয়। শেষ কোয়ার্টারে পাকিস্তান জোড়া গোল করলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। গতকাল তৃতীয় কোয়ার্টার পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ অনূর্ধ্ব১৮ বালক দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। পাকিস্তানচীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হবে। পাকিস্তান চীনকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে বাংলাদেশের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জাপানকে মোকাবিলা করার সম্ভাবনা বেশি।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ে সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা
পরবর্তী নিবন্ধভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা