এশিয়া কাপে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সেরে উঠা দুই ব্যাটার লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে দলে রেখেই এশিয়া কাপের জন্য দল সাজিয়েছে ভারত। ওয়ানডে সংস্করণের আসন্ন টুর্নামেন্টটির জন্য সোমবার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ভারত। দলে জায়গা পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় বাঁহাতি ব্যাটসম্যান তিলাক ভার্মা। চোট কাটিয়ে অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ এশিয়া কাপের দলে আছেন।

ভারতের এশিয়া কাপ দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, ইশান কিষান, শার্দুল ঠাকুর, আকসার প্যাটেল, সুরিয়াকুমার ইয়াদাভ, তিলাক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা।

পূর্ববর্তী নিবন্ধএএফসি কাপের প্লে-অফ ম্যাচে আজ মুখোমুখি আবাহনী-মোহনবাগান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটারেন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চকবাজার ও মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিন