এশিয়া কাপে খেলা অনিশ্চিত ইবাদতের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের ক্যাম্পে নিয়মিতই অনুশীলন করছেন ইবাদত হোসেন চৌধুরী। বোলিং করতেও দেখা যাচ্ছে তাকে। তবে এতেই ফুটে উঠছে না সবটুকু। এই পেসার যে এখনও বয়ে বেড়াচ্ছেন ইনজুরির থাবা। তাতে এশিয়া কাপে তার খেলতে পারা নিয়ে শঙ্কা জাগছে প্রবলভাবেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, আপাতত তারা ফিজিওর রিপোর্টের অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে আঘাত পেয়েছিলেন ইবাদত। পরে শেষ ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ থেকে তিনি ছিটকে যান। তখন বলা হয়েছিল, দুইতিন সপ্তাহেই ঠিক হয়ে উঠবেন এই পেসার। তবে সেই ইনজুরি এখনও ইবাদতকে ছেড়ে যায়নি।

দলের প্রধান নির্বাচক জানান ইবাদতের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা আছে কিছুটা। আমাদের ধারণা ছিল, এশিয়া কাপের আগেই সে ফিট হয়ে উঠবে। এজন্যই দলে রাখা হয়েছিল। কিন্তু সে এখনও ফিট হয়নি। এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি। এখনই ওর সম্ভাবনা শেষ বলা যাচ্ছে না। ফিজিওর রিপোর্ট দেখার পর আমরা বুঝতে পারব। সামনে যেহেতু বিশ্বকাপ, অবশ্যই কোনো ঝুঁকি আমরা নেব না। তবে ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত ইবাদত খেলতে না পারলে বাংলাদেশের জন্য তা হবে বড় এক ধাক্কা। উইকেট শিকারি বোলার হিসেবে এর মধ্যেই নিজের আলাদা পরিচিতি গড়তে পেরেছেন ২৯ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের হয়ে ১২ ওয়ানডে খেলে তার উইকেট ২২টি। দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। গত আগস্টে এই সংস্করণে তার অভিষেক। তার পর থেকে এই সময়টায় ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ। এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় পেসার হিসেবে আছেন তানজিম হাসান। তার সঙ্গে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদও বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুরে। শেষ পর্যন্ত ইবাদত যেতে না পারলে সুযোগ মিলতে পারে এই দুজনের কারও। সেক্ষেত্রে বিশ্বকাপে তাকিয়ে দেশেই পুনর্বাসন চালিয়ে যাবেন ইবাদত।

পূর্ববর্তী নিবন্ধদলের জন্য দোয়া চাইলেন প্রবাসীদের
পরবর্তী নিবন্ধসান্ত্বনার জয় পেল ডায়নামিক একাডেমি