এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন ভারতে। এদিকে চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি দল। গত বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এশিয়ান গেমসের দল। দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সাইফের দলে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিচিত মুখ। জাতীয় দলে খেলা আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকা রয়েছেন এই দলে। গতকাল শুক্রবার ১৯তম এশিয়ান গেমসের জন্য চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার শিকার মৌসুমী-ওমর সানির ছেলে, খুইয়েছেন ২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন এর খেলোয়াড় বাছাই সম্পন্ন