বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন ভারতে। এদিকে চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি দল। গত বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এশিয়ান গেমসের দল। দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সাইফের দলে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিচিত মুখ। জাতীয় দলে খেলা আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকা রয়েছেন এই দলে। গতকাল শুক্রবার ১৯তম এশিয়ান গেমসের জন্য চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল।